ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠলো রাইয়ো কামি দল। পরাজিত করলো কুঞ্জ স্পোর্টিং ক্লাবকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে সোমবার আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কার্যত একতরফা খেলে শুরু থেকেই বিপক্ষের উপর জঁাকিয়ে বসেন রাইয়ো কামি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। রাইয়ো কামি দল জয়লাভ করে ৩-০ গোলে। বিজয়ী দলের পক্ষে কুচাং জমাতিয়া, সুকান্ত জমাতিয়া এবং ভক্ত সাধন জমাতিয়া গোল করেন। তবে এদিন আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো রাইয়ো কামি। যদিনা সহজ সুযোগ হেলায় নষ্ট করতেন আক্রমণভাগের ফুটবলাররা। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি সরল কুমার জমাতিয়া। ২৯ সেপ্টেম্বর হবে আসরের প্রথম সেমিফাইনাল।
2022-09-26