নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লুতে একটি পর্যটকদের গাড়ি গভীর খাদে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোমাবার রাষ্ট্রপতি মুর্মু এক টুইট বার্তায় লেখেন, “হিমাচল প্রদেশের কুল্লুতে দুর্ঘটনায় ছাত্র সহ বহু লোকের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন কুল্লুর জোনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ৫ জন বাঞ্জারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।