Chess:রেটিং দাবায় ‌মিশ্র ফলাফল অর্শিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। মিশ্র ফলাফল করলো বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। ছত্তিশগড়ে অনুষ্ঠিত ‘‌চিফ মিনিস্টার’ কাপ অনূর্ধ্ব-‌২০২২ আন্তর্জাতিক গ্র‌্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায়। ছত্তিশগড়ের সাগুন ফার্মে হয়েছে আসর। রবিবার রাতে নবম তথা শেষ রাউন্ডের খেলা হয়। আসরে ৯ রাউন্ডে অর্শিয়ার পয়েন্ট পাঁচ। ৩ টি ম্যাচে জয়, ৪ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ২ টি ম্যাচে পরাজিত হয়েছিলো অর্শিয়া। আসরে ১১২ তম স্থান দখল করে ত্রিপুরার ওই দাবাড়ুটি। ভালো খেললেও ওই আসর থেকে সামান্য কিছুটা ‌রেটিং কমছে অর্শিয়ার বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *