ইমফল, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের তেজু হয়ে ইমফল-গুয়াহাটি সংযোগকারী প্রথম ফ্লাইবিগ ফ্লাইট উদ্বোধন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ।
আজ সোমবার সকালে ইমফল বিমানবন্দরে এক আড়ম্বরপূর্ণ অুষ্ঠানের মধ্য দিয়ে তেজু হয়ে ইমফল-গুয়াহাটি সংযোগকারী প্রথম ফ্লাইবিগ ফ্লাইট উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ উপলক্ষ্যে বিমানবন্দরে মণিপুরি নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা।
২০২১ সালেৰ মে মাসে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ এবং এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফ্ট দিয়ে কার্যক্রম শুরু করেছিল ফ্লাইবিগ ফ্লাইট। বিমান সংস্থার জনৈক আধিকারিক এই তথ্য দিয়ে জানান, ফ্লাইবিগ ফ্লাইট অত্যন্ত আরামদায়ক ক্যাবিন সহ আঞ্চলিক সংযোগের জন্য সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য বিমানগুলির মধ্যে অন্যতম।
তিনি জানান, ফ্লাইবিগ ১৮টি দৈনিক বিমান পরিচালনা করে। ভারতের একমাত্র এয়ারলাইন যা গুয়াহাটি এর প্রধান কেন্দ্র হিসাবে রয়েছে। গুয়াহাটিকে সাতটি গন্তব্যের সাথে সংযুক্ত করছে ফ্লাইবিগ। এর মধ্যে রয়েছে তেজু, পাসিঘাট, রূপসি, আগরতলা, ডিব্রুগড় কলকাতা এবং পাটনা।
এ সম্পৰ্কে নিজের অফিশিয়াল টুইটারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ লিখেছেন, ‘ইমফল থেকে তেজু পর্যন্ত প্রথম ফ্লাইবিগ ফ্লাইট উদ্বোধন করতে পেরে আনন্দিত। এই ফ্লাইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচলিত উড়ান প্রকল্পের অধীনে সম্ভব হয়েছে। একাধিক ফ্লাইট এই অঞ্চলের বিভিন্ন কোণে সংযোগ করার ফলে, আমরা শীঘ্রই এই অঞ্চলে বাণিজ্য ও পর্যটনে একটি বড় উন্নতির সাক্ষী হব।’