Tripura:সবুজ সাথীর উদ্যোগে আগমনী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : চেরিটেবল সোসাইটির পরিচালিত সবুজ সাথীর উদ্যোগে পঞ্চবটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল আগমনী উৎসব৷ এলাকায় দীর্ঘ বছর পর আগমনী উৎসব উদযাপিত হয়েছে৷ এই আগমনী উৎসবকে ঘিরে এলাকার বহু কচিকাঁচারা সাংসৃকতিক অনুষ্ঠানের অংশ নেয়৷ আগমনী উৎসবে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের ল সেক্রেটারি, এন ওয়াইকের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী, স্থানীয় বিশিষ্ট নাগরিক মদন সাহা এবং অন্যান্যরা৷ এদিন আগমনী উৎসবকে কেন্দ্র করে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কামালঘাট, ছেছুরিয়া এবং মোহনপুরের শিল্পীরাও সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ এদিন ঢাকের সাথে ধনোচি নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *