মস্কো, ২৬ সেপ্টেম্বর (হি.স.): মধ্য রাশিয়ার একটি স্কুলে ভয়াবহ গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার রাশিয়ার ইজেভস্কের একটি স্কুল লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক আততায়ী। ইজেভস্কের ওই স্কুলে গুলির জেরে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। ইসভেসকের গভর্নর জানান, ইজেভস্কের ওই স্কুলে গুলি চালিয়ে পরপর ৭ জনকে খুনের পর আততায়ী নিজের মাথায় গুলি করে এবং সেখানেই তার মৃত্যু হয়। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৯।
কী কারণে এই হামলা স্পষ্ট হয়নি। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলটি খালি করে দেওয়া হয়। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রের খবর, মধ্য রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পাঁচ শিশু। সোমবার মধ্য রাশিয়ার ইজেভস্কের একটি স্কুলে গুলি চালায় এক বন্দুকবাজ। জখম হয়েছেন আরও ২০ জন।