লখনউ, ২৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখনউতে বেসামাল হয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। প্রাণে বাঁচলেও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।
লখনউয়ের আইজি লক্ষ্মী সিং বলেছেন, সোমবার ইটাউনজায় একটি ট্র্যাক্টর-ট্রলি ভারসাম্যহীন হয়ে পুকুরে উল্টে যায়। যাত্রীরা একটি মন্দিরে যাচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এসডিআরএফ-এর টিম। ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং সুস্থ রয়েছেন। ১০ জনের মৃত্যু হয়েছে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনায় শিশু ও মহিলাদের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। আমরা ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করব। আহতদের চিকিৎসা দেওয়াই আমাদের অগ্রাধিকার।

