কোঝিকোড় (কেরল), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আর্যদান মুহাম্মদ(৮৭)। তিনি কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এদিন সকালে মারা যান। কেরলের প্রাক্তন এই মন্ত্রী ছিলেন আটবারের বিধায়ক। তিনি কেরলের মালাপ্পুরম জেলার নীলাম্বুর নির্বাচনী এলাকার বিধায়ক ছিলেন।
তিনি ১৯৫২ সালে কংগ্রেস দলের সদস্য হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৫৮ সাল পর্যন্ত কেরল প্রদেশ কংগ্রেস কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন।
এছাড়া তিনি ১৯৯৮ থেকে ২০০১ মেয়াদে কেরল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ থেকে২০০৬ পর্যন্ত ওমেন চান্ডি মন্ত্রকের বিদ্যুৎমন্ত্রীও ছিলেন।