Jalpaiguri:জলপাইগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজো মণ্ডপ

জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ পুজো মণ্ডপ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আসাম মোড়ে। যদিও পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা একসঙ্গে দুই তিনটি ডেকরেটারের সঙ্গে কথা বলছেন। যাতে সবাই মিলে একসঙ্গে কাজ করে কোনওরকমে কয়েকদিনের মধ্যেই যাতে মণ্ডপ তৈরি করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। পুজো যাতে কোনওভাবে আটকে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজো এবছর ৫৬ তম বছরে পা দিয়েছে। এবছর সেই পুজোর থিম ছিল বিশ্ব শান্তি। সেই অনুসারেই পুজো মণ্ডপ তৈরির কাজ মাস খানেক ধরেই চলছিল। মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকেই রয়েছে। আর তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। শনিবার রাতে হঠাৎ করেই ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। তখনই প্রবল হাওয়ায় ভেঙে পড়ে পুজো মণ্ডপ।

এ প্রসঙ্গে অসম মোর রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক নিতাই কর বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। তবে মণ্ডপ পুনরায় তৈরি করার জন্য ইতিমধ্যেই কথা হয়েছে। এক সঙ্গে চারটি ডেকরেটারকে দিয়ে মণ্ডপ তৈরি করা হবে। পুজো বন্ধ হতে দেওয়া যাবে না। তবে আশাকরি চারদিনের মধ্যেই প্যান্ডেল তৈরি করে ফেলতে পারব।”