নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ সোনামুড়া বিধানসভায় ২২/১৩নং বুথের সভাপতি প্রণজিৎ পাল, ২২/১৪ নং বুথের সভাপতি প্রনজিৎ শীল সহ ২২/১৯ নং বুথের সভাপতি সহদেব দাস বিজেপি দল থেকে পদত্যাগ করেন৷ ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে তারা দল থেকে পদত্যাগ করেছেন৷ তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দলের একাংশ নেতা কর্মীদের প্রতি বিতস্রদ্ধ হয়েই তারা দলত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র কয়েক মাস বাকি৷ নির্বাচনের প্রাক্কালে সোনামুড়া বিধানসভা এলাকায় দলীয় নেতাদের পদত্যাগের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷ তবে তারা কোন দলে যোগ দিচ্ছেন এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানাননি৷
2022-09-25