হামিরপুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার নির্বাচনমুখী হিমাচল প্রদেশে দিনভর সফরে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভাদোলিতে নির্বাচন প্রস্তুতি পুরোদমে চলছে। সেখানে শহিদ পরিবারকে সম্মান জানাবেন তিনি। স্বাধীনতার পরে জাতির জন্য লড়াই করে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন।
আজাদি কা অমৃত মহোৎসব আয়োজক কমিটির প্রধান লেখ রাজ রানা শনিবার জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী ভাদোলি কর্মসূচিতে অংশ নিয়ে নয়াদিল্লিতে ফিরে যাওয়ার আগে একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন। তিনি বলেন, -কমিটির কর্মীরা রাজ্যের ৩,৬১৫ গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতির জন্য শহিদদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এটি ভাদোলিতে একটি অরাজনৈতিক অনুষ্ঠান” এবং তারা কেবল “দেশপ্রেম জাগিয়ে তুলতে চান জনগণের মধ্যে।”