দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অঙ্কিতা ভাণ্ডারীর হত্যা মামলায় অভিযুক্ত পুলকিত আর্যর রিসর্ট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। রিসর্টের মহিলা কর্মীকে খুন করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতার ছেলে পুলকিতের রিসর্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। তরুণীকে খুন করার প্রতিবাদে বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হলে অভিযুক্তের এই রিসর্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর তার পরই বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঋষিকেশের ভানাতারা রিসর্ট।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিশেষ মুখ্য সচিব অভিনব কুমার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তের রিসর্ট ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।’’ একটি টুইট বার্তায় ধামি জানান, শনিবার সকালে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত বলেও জানান। তিনি আরও বলেন, ‘‘দোষীদের কঠোরতম শাস্তি দিতে পুলিশের ডিআইজি পি রেনুকার নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে এবং এই বিষয়টিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’ মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে বেআইনি ভাবে ছড়িয়ে থাকা রিসর্টগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, কোনও আসামিকে রেহাই করা হবে না, সে যেই হোক না কেন।