নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ বছরের জাতীয় সার্ভিস স্কিম (এনএসএস) পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয়, ১০টি এনএসএস ইউনিট, তাদের প্রোগ্রাম অফিসার এবং ৩০ জন এনএসএস স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যুব বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগ প্রতি বছর জাতীয় সার্ভিস স্কিম প্রকল্প পুরস্কার প্রদান করে। দেশে এনএসএস-কে আরও প্রচার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ, দুটি কাউন্সিল, সিনিয়র সেকেন্ডারি, এনএসএস ইউনিট এবং প্রোগ্রাম অফিসার এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের দ্বারা স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি এবং পুরস্কৃত করার জন্য পুরস্কার প্রদান করা হয়।