মায়ামি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিরুদ্ধে সহজ জয় পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে মেসিবাহিনী।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাউতারো মার্তিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল জড়ান মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে হন্ডুরাসকে কোণঠাসা করে আর্জেন্টিনা।
ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর পাপু গোমেসের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মার্তিনেস। এতে করে ১-০তে লিড নেয় আর্জেন্টিনা।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান মেসি। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ম্যাচের শেষ দিকে ৮৪তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ ছিল মেসির। ডি বক্সের ভেতর থেকে নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তা আর হয়নি।
হন্ডুরাসের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। এর আগে ১৯৯১-৯৩ সালে টানা ৩৩ ম্যাচে জয় ছিল আর্জেন্টিনার।