ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। সেমিফাইনালে উঠলো কাইপেং বুলাই কামি দল। পরাজিত করলো তৈরূপা কামি দলকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে শনিবার আসরের কোয়ার্টার ফাইনালে কার্যত একতরফা খেলে শুরু থেকেই বিপক্ষের উপর জঁাকিয়ে বসেন কাইপেং বুলাই কামি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। কাইপেং বুলাই কামি দল জয়লাভ করে ৩-১ গোলে। বিজয়ী দলের পক্ষে পহর জমাতিয়া দুটি গোল করেন। অপর গোলটি করেন বিয়িক এমড্রে। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন মানিক জমাতিয়া। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি সরল কুমার জমাতিয়া।
2022-09-24