BRAKING NEWS

Dr Manik Saha:সংবাদমাধ্যমের কল্যাণে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : রাজ্যের বর্তমান সরকার হল সংবাদপত্র বান্ধব। সাংবাদিক সহ সংবাদমাধ্যমের কল্যাণে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম হল সমাজের দর্পণ। সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে চিত্র সাংবাদিকদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাজ্যের জনগণের কল্যাণে সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের সুসম্পর্ক থাকাও প্রয়োজন। 

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার চাকরি প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। ফলে সরকারের উপর মানুষের আস্থাও বাড়ছে। বর্তমান সরকার শান্তি ও সম্প্রীতির সহাবস্থানে আস্থা রেখেই কাজ করে যাচ্ছে। রাজ্যে কোনও ধরনের উশৃঙ্খলতাকে সরকার প্রশ্রয় দেবে না।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার সাংবাদিকদের কল্যাণে বীমা থেকে শুরু করে পেনশন বৃদ্ধি সহ বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর করেছে। এরজন্য সাংবাদিকদের কোনও আন্দোলন করতে হয়নি। কারণ বর্তমান সরকার আন্দোলন করার পূর্বেই সমস্যা সমাধানের নীতি নিয়ে কাজ করছে। আগামীদিনেও সরকার সংবাদপত্রের পাশে থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন, ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রাজ্যের চিত্র সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই সংগঠন চিত্র সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে। বর্তমান সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলেই রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত হয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে এবং সভাপতি রঞ্জন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *