Sports:স্কুল স্তরে অ্যাথলেটিক্স জুডো সাঁতার, রাজ্য আসরের প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। ৩ ইভেন্টের রাজ্যভিত্তিক আসরের প্রস্তুতি চলছে জোরকদমে। অ্যাথলেটিক্স, জুডো এবং সাঁতার – বিশেষভাবে চিহ্নিতকারী এই তিনটি গেমের আরও ব্যাপক প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। ব্লক, মহকুমা, জেলা এবং রাজ্য এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে আসর। ইতিমধ্যে প্রথম তিনটি পর্যায়ের আসর সম্পন্ন হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক আসর। কমলপুরে হবে অ্যাথলেটিক্স আসর। দায়িত্বে ধলাই ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। পানিসাগরে হবে জুডো আসর। দায়িত্বে নর্থ ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। অন্যদিকে বাধারঘাটে রাইমা সুইমিং পুলে সাঁতারের আসর অনুষ্ঠিত হবে। এর দায়িত্বে রয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস বোর্ড। পূর্বতন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকার কারণে এই রাজ্য আসর পিছিয়ে এখন তা ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দপ্তর থেকে প্রকাশিত পূর্বতন বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁতার প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব রাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলকে দেওয়া হলেও কার্যত বিষয়টা বাধারঘাটে রাইমা সুইমিং পুল-এ হবে বলে দপ্তর থেকে সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা স্তরে সাফল্য পাওয়া খেলোয়াড়ায়ই রাজ্য আসরে অংশ নেবে। এদিকে, পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য আসর আজ, শনিবারের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা থাকার কারণে তা পিছিয়ে এখন আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এই তিনটি গেমের জন্য মোট ১৫ লক্ষ টাকার বাজেট বরাদ্দ হয়েছে। আশা করা হচ্ছে, বিশেষভাবে চিহ্নিতকারী এই তিনটি গেমের আরও ব্যাপক প্রসারে যে উদ্যোগ নেয়া হয়েছে তা কার্যত সাফল্য পাবে।

*সি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

।। গ্রুপ-এ।।

বিবেকানন্দ   ৪   ৪    ০    ০    ৯-২  ১২

ব্লাডমাউথ    ৪   ২    ১    ১   ১০-৩   ৭

স্কাইলার্ক     ৪   ১    ১    ২   ১০-৯   ৪

আনন্দ ভবন  ৪   ১    ০    ৩  ৪-১৭   ৩

আরসিসি     ৪   ০    ২    ২    ৩-৫   ২

।। গ্রুপ-বি।।

ভারতরত্ন      ৪   ৩    ০    ১   ২১-৬   ৯

সাই স্যাগ      ৪   ৩    ০    ১   ১৮-৫   ৯

উমাকান্ত      ৪   ২    ১    ১    ৭-৮   ৭

আমরা ক’জনা ৪   ১    ১    ২ ৭-১৪   ৪

ইউবিএসটি    ৪   ০    ০    ৪   ২-২২   ০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *