জয়সলমের (রাজস্থান), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মেক ইন ইন্ডিয়ার অধীনে ডিআরডিও এবং টাটা অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস লিমিটেড-র নির্মিত ড্রোন এএলএস ৫০ জয়সলমেরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে।
সূত্রের মতে, বৃহস্পতিবার এবং শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রথম পরীক্ষার সময় ডিআরডিও বিজ্ঞানী, সেনা অফিসার এবং টাটা প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত ভারতীয় বাহিনীর প্রয়োজন মেটাতে ইসরায়েল থেকে এই ধরনের ড্রোন গোলাবারুদ আমদানি করা হত। এখন মেক ইন ইন্ডিয়ার অধীনে এগুলো দেশেই তৈরি হচ্ছে।
স্টিলথ ক্ষমতা সম্পন্ন এই ড্রোন বাতাসে ভাসমান অবস্থায় তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এটি বোমা দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং এটি ধ্বংস করে। তাই একে আত্মঘাতী ড্রোন বলা হয়। দেশীয় এএলএস ৫০ ড্রোন সিস্টেমের পরিসীমা ১০০০ কিলোমিটার পর্যন্ত। এই দেশীয় ড্রোন ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হলে সেনাবাহিনীর ফায়ারপাওয়ার আরও শক্তিশালী হবে।