নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আজ শুক্রবার দুদিনের সফরে বিহারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিন পূর্ণিয়া ও কিষাণগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
শুক্রবার পূর্ণিয়ার চুনাপুর বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি পূর্ণিয়ার রংভূমি ময়দানে গিয়ে জনসভায় ভাষণ দেবেন। দুপুর ১২টায় এখানে সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। এরপর শাহ চুনাপুর বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে হেলিকপ্টারযোগে খাগড়া কিষাণগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিষাণগঞ্জে তিনি মাতা গুজরি বিশ্ববিদ্যালয়ে থাকবেন। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হবে এবং তারপর নৈশভোজের কর্মসূচি রয়েছে।
শনিবার বুধী কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন অমিত শাহ। এর পর ফতেপুর নেপাল সীমান্তে অবস্থিত এসএসবি ক্যাম্পে যাবে। এখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। আবার তিনি মাতা গুজরি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন, সেখানে তিনি জেলা কোর কমিটির বৈঠক করবেন। এর পরে, সন্ধ্যায় পূর্ণিয়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

