আজ সুপ্রিম কোর্টে ইউক্রেন ফেরত মেডিকেল ছাত্রছাত্রীদের ভর্তি মামলার শুনানি

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ইউক্রেন থেকে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মামলার আজ শুনানি করবে সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর আদালত কেন্দ্রীয় সরকারকে ইউক্রেন থেকে দেশে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে একটি পোর্টাল তৈরি করার পরামর্শ দিয়েছিল।

কেন্দ্রীয় সরকার তার উত্তরে বলেছিল, এই শিক্ষার্থীরা হয় নিট(এনইইটি)-তে কম নম্বরের কারণে বা সস্তা পড়াশোনার জন্য সেখানে গিয়েছিল। ভারতে এই শিক্ষার্থীদের ভর্তি আইনত সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার বলেছিল, এই শিক্ষার্থীদের ইউক্রেনীয় কলেজ থেকে সম্মতি নিতে হবে এবং অন্য দেশে ডিগ্রি সম্পন্ন করতে হবে।
গত ৫ সেপ্টেম্বর শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, বিষয়টি বিদেশ মন্ত্রক দেখছে। হয়তো শিক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৬ আগস্ট কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছিল আদালত। সুপ্রিম কোর্ট বলেছিল, ভারতের কলেজগুলিতে এত জায়গা আছে কিনা এবং নিয়মের অধীনে ভারতে ভর্তি হতে পারে কিনা তা সিদ্ধান্ত নেওয়া সরকারের।