রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেনাম না করে বেজিংয়ের তীব্র সমালোচনা জয়শঙ্করের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে চিনকে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে বেজিংয়ের নাম না করে তীব্র সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার ইউক্রেন নিয়ে বিশেষ অধিবেশন বসেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের।

জঙ্গি সংগঠনগুলি নিয়ে চিনের হাবভাবকে নিন্দা করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, শান্তি রক্ষার প্রয়াসে কারও কারও কাজকর্ম ঠিক নয়। আন্তর্জাতিক জঙ্গিদের তালিকা নিয়ে চিনের মতামতের বিরোধিতা করে জয়শঙ্কর বলেন, নিরাপত্তা পরিষদের উচিত এর বিরুদ্ধে নিরপেক্ষ ও দলমতনির্বিশেষে বার্তা দেওয়া। জঙ্গিরা যদি একের পর এক অপরাধ করে চলে, আর আমরা তাদের বিরুদ্ধে কিছু না করি, তাহলে ওরা বুঝে নেবে আমরা হাত ঝেড়ে ফেলেছি। আমাদের বিশ্বাসযোগ্যতা তাতে নষ্ট হয়ে যাবে।