সমস্ত দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছে সরকার : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছে সরকার। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

শুক্রবার নতুন দিল্লিতে পাবলিক অ্যাফেয়ার্স ফোরাম অফ ইন্ডিয়ার ইভেন্টে বক্তৃতার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, এক লক্ষ ২০ হাজারেরও বেশি আয়ুষ্মান ভারত – স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মান্ডভিয়া আরও বলেছেন, সরকারের বিভিন্ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিকল্পনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সাশ্রয়ী মূল্যের এবং গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবার প্রাপ্যতাকে উন্নত করছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, সমস্ত দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছে সরকার।