Dr M Srinivas:কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদন, দিল্লি এইমস-এর নয়া ডিরেক্টর ডাঃ এম শ্রীনিবাস

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি এইমস-এর নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ডাঃ এম শ্রীনিবাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ডাঃ এম শ্রীনিবাসকে দিল্লি এইমস-এর নতুন ডিরেক্টর নিযুক্ত করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ৫ বছরের ডাঃ এম শ্রীনিবাসকে দিল্লি এইমস-এর ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে।

এই মুহূর্তে হায়দরাবাদের ইসিআইএস হাসপাতালে ও মেডিকেল কলেজের ডিন হলেন ডাঃ এম শ্রীনিবাস। ডাঃ রণদীপ গুলেরিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন ডাঃ এম শ্রীনিবাস, শুক্রবারই রণদীপ গুলেরিয়ার কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। তিনি ২০১৭ সালের ২৮ মার্চ দিল্লি এইমস-এর ডিরেক্টর পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *