কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : শুক্রবার ছাত্র অধিকার সমাবেশ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দক্ষিণবঙ্গ প্রান্ত। সংগঠনের পক্ষ থেকে রাজ্যে ঘটে চলা বর্তমান পরিস্থিতি ও শিক্ষায় দুর্নীতি, দুর্নীতিতে জর্জরিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলেজ স্ট্রিটে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
আমাদের সমাবেশ আমাদের দাবি গুলি মূলত ১.শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।
২. রাজ্য জুড়ে সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে।
৩. রাষ্ট্রীয় শিক্ষা নীতি চালু করতে হবে।
৪. লিংডো কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য।