নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সর্বভারতীয় ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। বৃহস্পতিবার সকালে দিল্লির কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে সর্বভারতীয় ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে বৈঠক করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত।
ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে মোহন ভাগবতের এই বৈঠক প্রসঙ্গে আরএসএস জানিয়েছে, এটি একটি ধারাবাহিক সাধারণ “সংবাদ” প্রক্রিয়ার অংশ। আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন, “আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা করেন। এটি একটি ধারাবাহিক সাধারণ “সংবাদ” প্রক্রিয়ার অংশ।”