নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার দুপুরের পর প্রবল বৃষ্টিতে ভিজেছে রাজধানীর বিভিন্ন অংশ। বৃষ্টির সৌজন্যে অনেকটাই স্বস্তি পেয়েছেন রাজধানীর মানুষজন।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছেন, আগামী ২-৩ দিন এমনই বৃষ্টি হবে দিল্লি, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ ও উত্তর মধ্যপ্রদেশে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চল এবং উত্তর মধ্যপ্রদেশে আগামী দুই থেকে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আইএমডি-র বিজ্ঞানী ডঃ আর.কে. জেনামানি জানিয়েছেন, আগামী ২-৩ দিন দিল্লি, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ ও উত্তর মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাত হবে। তবে, গুজরাট ও পঞ্জাব সহ দেশের অন্যান্য অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হবে না।

