বাঁকুড়া, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বেহাল রাজ্য সড়ক মেরামতের দাবিতে বাঁকুড়ার বড়জোড়ায় মাথায় পট্টি বেঁধে মিছিল ও প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা । বৃহস্পতিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিল করে চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ।
বিজেপি নেতা কর্মীদের দাবি বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামীণ রাস্তার অবস্থা সাম্প্রতিক কালে বেহাল হয়ে পড়েছে। রাজ্য সড়কের অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। বিভিন্ন দুর্ঘটনায় পথ চলতি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে।
রাস্তায় বেরিয়ে আহত হচ্ছেন অধিকাংশ মানুষ। কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য প্রশাসন। স্থানীয় তৃণমূল বিধায়ক সব জেনে শুনেও বিষয়টি নিয়ে নীরব। এই পরিস্থিতিতে বিজেপি নেতা কর্মীরা মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় নামে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মাথায় গুলি করার মন্তব্যের প্রতিবাদও জানানো হয় মিছিল থেকে। মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে প্রতীকী প্রতিবাদ জানান বিজেপি নেতা কর্মীরা।