আগামী দু’দিন ওডিশা ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যপ্রদেশেও

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী দু’দিন ওডিশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত। এর প্রভাবে আগামী কয়েকদিন তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়েও আগামী দুই দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশ এবং গুজরাটের পার্শ্ববর্তী কচ্ছ অঞ্চল থেকে সরে গিয়েছে। অর্থাৎ বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *