উত্তর ২৪ পরগনা, ২১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগণার বর্ডার সীমান্তে ৩.৫ কেজি গাঁজাসহ আটক এক পাচারকারি। বুধবার বর্ডার ফাঁড়ির বিএসএফ কর্মীরা গাঁজাসহ ওই পাচারকীরেক আটক করেছে।
ধৃতের আসামীর নাম সফিজুল দফাদার। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এই গাঁজা মেহরানী বাজার থেকে নিয়ে এসেছে এবং বাংলাদেশে পাঠানোর অপেক্ষায় ছিল। আটক পাচারকারীকে গাঁজাসহ বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিন কমান্ডিং অফিসার বলেন, বিএসএফ জওয়ানরা তাদের এলাকায় চোরাচালান বন্ধ করার জন্য লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে।