উত্তর আটলান্টিক মহাসাগরে টানা ১৪.৩৮ ঘণ্টা সাঁতরে নৰ্থ চ্যানেল অতিক্ৰম করে আবারও দৃষ্টান্ত রচনা অসমের এলভিস আলি হাজরিকার

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর আটলান্টিক মহাসাগরে টানা ১৪.৩৮ ঘণ্টা সাঁতার কেটে নৰ্থ চ্যানেল অতিক্ৰম করে আবারও দৃষ্টান্ত রচনা করেছেন অসমের এলভিস আলি হাজরিকা। সবচেয়ে বয়স্ক ভারতীয় আন্তর্জাতিক সাঁতারু এলভিস এশিয়ার প্ৰথম রিলে দলে সদস্য হিসেবে ইউরোপের নৰ্থ চ্যানেল অতিক্ৰম করেছেন।

এলভিস আলি হাজরিকা প্ৰথম অসমিয়া বয়স্ক সাঁতারু যিনি লাগাতার আন্তর্জাতিক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। রোমাঞ্চকর এই সাঁতার অভিযানে তিনি তাঁর ‘মিশন অপরাজয়’ সফল করেছেন। প্ৰসঙ্গত, আইরিশ সাগর উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।

গুয়াহাটির বাসিন্দা ৩৭ বছরের হাজরিকা সাঁতারে রেকর্ড গড়ার জন্য তাঁর পরিচিত এবং অসমের মানুষকে গর্বিত করে আরেকটি রেকর্ড করেছেন। উল্লেখ্য, হাজরিকা সাঁতারে ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছেন। ২০২১ সালে ধরমতার জেটি থেকে আরব সাগরে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় সফলভাবে সাঁতার কাটার প্রথম অসমিয়া হয়ে হাজরিকা রেকর্ড গড়েছিলেন। এর আগে ২০১৯ সালে ইউনাইটেড স্টেট অব আমেরিকার ৮০ কিলোমিটার দীর্ঘ ক্যাটালিনা চ্যানেলে ১০ ঘণ্টা ৫৯ মিনিট সাঁতার কেটে দৃষ্টান্ত রচনা করেছিলেন অসম সন্তান এলভিস আলি হাজরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *