শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়ি পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুটির নাম প্রীতম সিংহ(১০)।
জানা গিয়েছে, শিশুটির মা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির দিদিও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধে থেকেই তীব্র জ্বর আসে প্রীতমের। তাকে খালপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুধবার বেলা ১১টা নাগাদ শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যু ঘিরে ফের ডেঙ্গির আশঙ্কা দেখা দিয়েছে। তবে ওই শিশুটির ডেঙ্গি হয়েছিল কিনা তা জানা যায়নি। ওই এলাকাতেই এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ফলে শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশ আতঙ্ক দানা বাঁধছে। এনিয়ে শহরে ডেঙ্গিতে গত সাতদিনে চারজনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।