শাসনব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা প্রতিফলিত হলেই গণতন্ত্র ও অর্থনীতির বিকাশ ঘটে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): শাসন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিফলিত হলেই গণতন্ত্র ও অর্থনীতির বিকাশ ঘটে। এমনই অভিমত প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঙ্গলবার নতুন দিল্লিতে ৪৯ তম জাতীয় ব্যবস্থাপনা কনভেনশনের উদ্বোধন করার পর উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, শিল্পপতিরা অর্থনীতিতে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ধনখড় আরও বলেছেন, শিক্ষা থেকে ব্যবসা ও প্রশাসন পর্যন্ত প্রায় সমস্ত কিছুর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গ্লোবাল লিডারদের মধ্যে রয়েছে ভারত। তিনি আরও বলেন, এই বছরের শেষে ভারত জি-২০ গ্রুপের পৌরহিত্য করবে। উপ-রাষ্ট্রপতি বলেছেন, এটি দেশকে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক এজেন্ডা গঠনের আরেকটি সুযোগ প্রদান করবে। উপ-রাষ্ট্রপতি বলেন, কৃষি ক্ষেত্রে উন্নতিতে ভারতীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, কৃষক এগিয়ে গেলে ভারত এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *