বঙাইগাঁও রেলস্টেশনে বজরঙ্গিদের হাতে আটক দুই বাংলাদেশি, চাঞ্চল্যকর স্বীকারোক্তি

বঙাইগাঁও (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে রাষ্ট্রীয় বজরং দলের কার্যকর্তাদের হাতে আটক হয়েছে দুই বাংলাদেশি নাগরিক। জেরায় তারা বেশ কিছু চাঞ্চল্যকর বয়ান দিয়েছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশকে অন্ধকারে রেখে আজ ভোররাতে নিউ বঙাইগাঁও রেলস্টেশনে পুরী-কামাখ্যা এক্সপ্ৰেসে অভিযান চালান রাষ্ট্রীয় বজরং দলের কয়েকজন কার্যকর্তা। ওই অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন তাঁরা৷ ধৃত দুই যুবক বাংলাদেশের খুলনা জেলার সুমন শেখ এবং আজিজুল শেখ৷ জেরায় আটক দুই বাংলাদেশি নাগরিক কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে৷

তারা বলেছে, মাত্ৰ পাঁচ হাজার টাকার বিনিময়ে দালালের সহায়তায় ভারতে প্ৰবেশ করতে সক্ষম হয়েছে দুই বাংলাদেশি৷ এই দুই অনুপ্রবেশকারীকে সংগঠনের কার্যকর্তারা ট্রেন থেকে নামিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কানে ধরিয়ে হাঁটু মুড়ে বসিয়ে রাখেন৷
এদিকে, রাষ্ট্ৰীয় বজরং দলের হাতে ধৃত দুই বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকার করে আরপিএফ এবং জিআরপিএফ। এতে রেলস্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে বজরং দলের এফআইআর-এর ভিত্তিতে দুই বাংলাদেশিকে নিজের জিম্মায় নেয় জিআরপিএফ৷