৭৬ তম বর্ষে ত্রিধারার ”দৌড়”, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন। কিছু দিন পরই দুর্গোৎসব। এবার ৭৬ বছরে পা দিল ত্রিধারা অকালবোধনের পুজো। জোর করে চলছে প্যান্ডেলের প্রস্তুতি । দক্ষিণ কলকাতার অন্যতম পুজো গুলোর মধ্যে একটি পুজো ত্রিধারা । প্রায় প্রতিবছরই থিমের ছটায় চমক দেয় ত্রিধারা । এই বছরও তার ব্যতিক্রম নয় ।

চলতি বছর ত্রিধারা থিম দর্শকদের চোখ আটকাতে বাধ্য। এবার তাঁদের থিমে থাকছে চমক, বিভিন্ন প্রতিবন্ধকতাকে কাটিয়ে সাফল্যের লক্ষ্যে অবিরত দৌড়চ্ছে মানুষ। সেই ভাবনাকে মাথায় রেখেই এবারে তাদের থিম ‘দৌড়’। পুজোর বাদ্যি বাজতেই জোর কদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *