Jagdeep Dhankhar:বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ রবিবার জব্বলপুর সফরে উপরাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আজ রবিবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জব্বলপুরে সফরে যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন উপরাষ্ট্রপতি ধনখড় রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহ এবং বিচারপতি জে.এস. ভার্মা মেমোরিয়াল লেকচার সিরিজে অংশ নেবেন। উপরাষ্ট্রপতি সহ রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত অনুষ্ঠানে যোগ দেবেন।

সূচি অনুযায়ী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রবিবার সকাল ৯.৫৫ মিনিটে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে জব্বলপুরের ডুমনা বিমানবন্দরে পৌঁছাবেন। ডুমনা বিমানবন্দরেই উপরাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। উপরাষ্ট্রপতি সকাল ১০ টায় ডুমনা বিমানবন্দর থেকে মানস ভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং এখানে সকাল সাড়ে ১০ টায় বিচারপতি জেএস ভার্মা মেমোরিয়াল বক্তৃতায় যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি অমর শহিদ রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহের মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দুপুর ১২.৪৫ মিনিটে রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহের শাহাদত দিবসে ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন উপ-রাষ্ট্রপতি। এর পরে, ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে ডুমনা বিমানবন্দর থেকে বিকাল ৩.৪০ মিনিটে নয়াদিল্লি রওনা হবেন ধনখড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *