BRAKING NEWS

Sports:অমিত সাধনের হ্যাটট্রিকসহ ৪ গোল, সাই স্যাগের সুপার লিগ নিশ্চিত

সাই স্যাগ – ৯

ইউবিএসটি – ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। অনিল সাধনের হ্যাটট্রিক সহ চার গোল। একই সঙ্গে সাই স্যাগ দলেরও জয়ের হ্যাটট্রিক। এর সুবাদে সাঁই স্যাগ সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে। সাঁই স্যাগ-ই প্রথম দল এবারের টুর্নামেন্টে অর্থাৎ টিএফএ আয়োজিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল আসরে গ্রুপ-বি থেকে সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ-এ থেকে অবশ্য বিবেকানন্দ ক্লাব সুপার লিগের লক্ষ্যে এগিয়ে রয়েছে। তৃতীয় ডিভিশন লিগ ফুটবল আসরে আজ, রবিবার থেকে পুনরায় অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে শুরু হয়েছে। আজ দুপুর এবং বিকেল মিলিয়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেলা একটার ম্যাচে সাই স্যাগ নয়-দুই গোলের বিশাল ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে ছিল। খেলা শুরু হতে না হতে দুই মিনিটের মাথায় অনিল সাধন জমাতিয়ার প্রথম গোল, ১০ মিনিট বাদে সতীর্থ দীনেশ জমাতিয়া আরও একটি গোল করলে, উৎসাহিত হয়ে অনিল সাধন নয় মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়িয়ে ৩-০ করে নেয়। পক্ষান্তরে, ইউনাইটেড বিএসটি-র ছেলেরা গোল পরিশোধ দুরস্ত, এমনকি প্রতিরোধও তেমন গড়তে সক্ষম হয়নি। টানা আক্রমণে থেকে খেলার ৩৩ ও ৩৪ মিনিটের মাথায় অর্থাৎ এক মিনিটের ব্যবধানে প্রতাপ মারাক ও আসলাং কুমার রিয়াং পরপর দুটি গোল করলে ব্যবধান বেড়ে ৫-০ হয়। প্রথমার্ধের শেষ পর্যায়ে অনিল সাধন আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিকটি সেরে নিলে ব্যবধান ৬-০ হয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরুতে অনিল সাধন ফের আরও একটি গোল করে দলের পক্ষে ব্যবধান ৭-০ করে নেয়। সাত গোলে এগিয়ে থেকে সাই স্যাগের খেলোয়াররা কিছুটা রিলাক্স মুডে খেলা শুরু করলে সুযোগ বুঝে ইউনাইটেড বিএসটি-র ছেলেরা গুলী খেকো বাঘের মতো আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫১ থেকে ৫৪ মিনিট, অর্থাৎ তিন মিনিটের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-র শিবা ধানুক ও তন্ময় মারাক পর পর দু’টি গোল করে ব্যবধান কমিয়ে দুই-সাত করে নেয়। এদিকে, সাই স্যাগের ছেলেরা যেন থামবার পাত্র নয় । খেলার ৫৭ ও ৭০ মিনিটের মাথায় প্রতাপ মারাক এবং আসলাং কুমার রিয়াং পরপর দুটি গোল করে ব্যবধান নয়-দুই করে নেয়। শেষ ১০ মিনিটের খেলায় তেমন কোনও আক্রমণ প্রতি আক্রমণ দেখা যায়নি। তবে খেলায় অসদাচরণের দায়ে দুই অর্ধৈ রেফারি ইউনাইটেড বিএসটি-র তিনজনকে হলুদ কার্ড দেখে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, তপন কুমার দেবনাথ, সুপ্রিয়া দাস এবং প্রভাস দেবনাথ।

*সি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

।। গ্রুপ-এ।।

বিবেকানন্দ   ২   ২    ০    ০    ৫-১   ৬

ব্লাডমাউথ    ৩   ১    ১    ১    ৩-৩   ৪

স্কাইলার্ক     ২   ১    ০    ১    ৮-৫   ৩

আরসিসি     ১   ০    ১    ০    ০-০   ১

আনন্দ ভবন  ২   ০    ০    ২   ৩-১০   ০

।। গ্রুপ-বি।।

সাই স্যাগ      ৩   ৩    ০    ০   ১৮-৩   ৯

আমরা ক’জনা ৩   ১    ১    ১  ৫-৮   ৪

ভারতরত্ন      ২   ১    ০    ১    ৭-৪   ৩

উমাকান্ত      ২   ০    ১    ১    ৩-৮   ১

ইউবিএসটি    ২   ০    ০    ২   ২-১২   ০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *