Suicide:মুম্বই: ৬ বছরের মেয়েকে নিয়ে ছাদ থেকে মরণঝাঁপ মহিলার, দুজনেরই মৃত্যু

থানে, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মুম্বইয়ের মিরা রোডে ২৮ বছর বয়সী এক মহিলা তার ৬ বছর বয়সী মেয়েকে নিয়ে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। শনিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মা ও মেয়ের দুজনেরই মৃত্যু হয়েছে। খবর পেয়ে কাশিমরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট নথিভুক্ত করে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, রেখা দেবসী নামের মৃত মহিলার ৬ বছরের মেয়ে অঙ্কিতাকে ছাদে নিয়ে গিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। স্বামী ও দুই সন্তান নিয়ে একই ভবনে থাকতেন তারা। তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *