নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২১৬.৫৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ২১৬.৫৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা-২১৬,৫৬,৫৪,৭৬৬ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর সারা দিনে দেশে ২ লক্ষ ৮৯ হাজার ২২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ফের চিন্তা বাড়ানো শুরু করেছে করোনা। নতুন করে এই মারণ ভাইরাস ফের বিস্তার শুরু করে দিয়েছে। গত কয়েকদিন টানা বেড়ে চলেছে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা। রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৬৬৪ জন।