Dilip Tirkey:হকি ইন্ডিয়ার সভাপতি পদে মনোনয়ন দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ তিরকে

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রাক্তন ভারত অধিনায়ক তথা অলিম্পিয়ান দিলীপ তিরকে রবিবার হকি ইন্ডিয়া সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে, তিরকে বলেন, তার উদ্দেশ্য খেলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।
এদিন টুইটে তিনি জানিয়েছেন, “সকলের আশীর্বাদে হকি ইন্ডিয়ার সভাপতি পদের জন্য আমার মনোনয়ন জমা দিয়েছি। আমি ভারতীয় হকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”