নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শনিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দক্ষতা এবং কর্তব্যবোধ অমৃতকালে জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এদিন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ভগবান বিশ্বকর্মা জয়ন্তীতে দেশবাসীকে নিরন্তর শুভেচ্ছা। এই উপলক্ষ্যে নবনির্মাণ ও নবসৃষ্টির পাশাপাশি সকল প্রকার সৃজনশীল কাজের সঙ্গে জড়িত কর্মযোগীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আপনার দক্ষতা এবং কর্তব্য অমৃতকালে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।