বালুরঘাট, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগে অপরাধীদের বিরুদ্ধে বড়সড়ো সাফল্য । দক্ষিণ দিনাজপুরের ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আট দুষ্কৃতিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারক।
শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আট দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। বালুরঘাট শহরের চকভৃগু রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র মিলেছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায়। শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।