উন্নাও, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় কাঁচা বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারাল তিনটি শিশু। প্রবল বৃষ্টির মধ্যেই শুক্রবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কাঁচাবাড়িটি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এই ঘটনায় তিনটি শিশুর মৃত্যু হলেও, তাঁদের মা প্রাণে বেঁচে গিয়েছেন। এসডিএম অজিত জয়সওয়াল জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ ভারী বৃষ্টির কারণে কাঁচাবাড়ির ছাদ ধসে পড়ে, ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে, বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আশ্রয় ও খাবার দেওয়া হবে। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে ভোররাতে একটি বাড়ির ছাদ ধসে দুই নাবালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। মৃত ৩ জনের বয়স ২০ বছর, ৪ বছর এবং ৬ বছর। তিন সন্তানের মা আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে।