২ অক্টোবর গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্ৰিকার টি-২০, ১৫ মিনিটে শেষ ৪৭৫ টাকার টিকিট

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ২ অক্টোবর গুয়াহাটির বৰ্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকার মধ্যে আন্তর্জাতি টি-২০ ক্ৰিকেট খেলাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে উন্মাদনা। আজ শুক্রবার সকালে টি-২০ ক্ৰিকেট খেলার জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। মাত্র ১৫ মিনিটের মধ্যে ৪৭৫ টাকা মূল্যের টিকিট শেষ হয়ে গেছে, জানা গেছে আয়োজক সূ্ত্রে।

২ অক্টোবর অনুষ্ঠেয় ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকার টি-২০ খেলার জন্য ইতিমধ্যে প্রস্তুত বৰ্ষাপাড়া ক্ৰিকেট স্টেডিয়াম। গুয়াহাটিতে বহুপ্ৰতীক্ষিত টি-২০ ক্ৰিকেট খেলা এবার উপভোগ করবেন প্ৰায় ২৯ হাজার দৰ্শক। একে কেন্দ্র করে এখন থেকেই ক্ৰিকেটপ্ৰেমীদের মধ্যে তীব্ৰ উৎকণ্ঠা ও উন্মাদনার সৃষ্টি হয়েছে।

আজ থেকে শুরু হয়েছে অনলাইন টিকিট বুকিং। ১৫ মিনিটের মধ্যে শিক্ষাৰ্থীদের জন্য সংরক্ষিত ৪৭৫ টাকা টিকিট শেষ হয়ে গেলেও বাকি টিকিট বিক্ৰি দ্ৰুতগতিতে চলছে বলে জানা গেছে।