কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন জানায় তারা। সেইমতো শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। আদালতে ফের আজ জামিন চান পার্থ চট্টোপাধ্যায়।
তিনি আদালতে আবেদন জানিয়ে বলেন, ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে। এবার সিবিআই হেফাজতে চাইছে।’ সেই সঙ্গে জানান, “২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক’’। এই প্রথম নয়, এর আগেও বারবার নিজের স্বাস্থ্যের কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এসএসসি স্বশাসিত সংস্থা, আমার তাতে নিয়ন্ত্রণ ছিল না, মন্ত্রী হিসেবে আমি দেখতাম না’।
আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ২০১৬-তে গ্রুপ সি পরীক্ষা হয়। ২০১৭-তে ফল বের হয়। কিন্তু ২০১৯-এ নিয়ম না মেনে ৪০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়। অযোগ্যদের হাতে দেওয়া হয় নিয়োগপত্র, এই অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবি, এই নিয়োগ কেলেঙ্কারির পাণ্ডা পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম কোনও এফআইআর-এ নেই। সিবিআই, ইডি ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে। তাঁর মক্কেল সিবিআই যখন ডেকেছে, তখনই গেছেন। ইডি গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ইডি চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার সিবিআই-এর এফআইআর-এ নাম না থাকলেও পার্থকে হেফজাতে নিতে চাইছে সিবিআই