নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির জোহরিপুর এক্সটেনশনে ভেঙে পড়ল বাড়ি। ধ্বংসস্তূপের নীচে দু”জন চাপা পড়ে রয়েছেন। এখনও পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
পুলিশ জানিয়েছে, বাড়িটি সংস্কার করা হচ্ছিল। শুক্রবার বাড়িটির একতলা আচমকাই ভেঙে পড়ে, তখন কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায় পুলিশ ও দমকল। উদ্ধার করা হয়েছে ৭ জনকে, দু”জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। চলছে উদ্ধারকাজ। শুক্রবার দুপুরে বাড়িটি ভেঙে পড়ে।