নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী সোমবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। একইসঙ্গে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেসকে বিজেপির সঙ্গে একীভূত করতে পারেন। শুক্রবার এমনটাই জানিয়েছেন পঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রিতপাল সিং বালিয়াওয়াল।
পঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রিতপাল সিং বালিয়াওয়াল এদিন নিশ্চিত করে বলেছেন, আগামী সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। একইসঙ্গে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেসকে বিজেপির সঙ্গে একীভূত করতে পারেন।