ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ত্রিপুরাক নেতৃত্ব দেবেন অম্বেষা দাস। ডেপুটি হিসাবে থাকবেন অনামিকা দাস। অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেটে। ১-৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে মহিলাদের ওই আসর। তাতে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য চেন্নাই যাচ্ছেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। তামিলনাড়ু অনূর্ধ্ব-১৯ বালিকাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে ত্রিপুরা। প্রস্তুতি ম্যাচের জন্য ১৯ সেপ্টেম্বর চেন্নাই যাচ্ছেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দলনায়িকা। ত্রিপুরা দল:অম্বেষা দাস (অধিনায়িকা), অনামিকা দাস (সহ অধিনায়িকা), অস্মিতা নাথ, রূপালী দাস (উইকেট রক্ষক), প্রীয়া সরকার, জুয়েল ভোয়েল, মমিতা দেব, রিফু দেববর্মা,পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, সেলিনা দত্ত, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রূমা দাস এবং নিবেদিতা দাস। কোচ: রুমা দাস, নারায়ন চন্দ্র দেব, ট্রেণার: বাপি বিশ্বাস, ম্যানেজার: শিল্পি দেববর্মা।
2022-09-16