Murder:লখিমপুর-খেরিতে দুই বোনকে গণধর্ষণের পর খুন, ময়নাতদন্তের রিপোর্ট

লখিমপুর খেরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের লখিমপুর-খেরি জেলার নিঘাসন থানা এলাকায় দুই বোনকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এনকাউন্টারে একজন অভিযুক্তও আহত হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। পুলিশের দাবি, মোট ছয়জন মিলে এই পুরো ঘটনাটি ঘটিয়েছে এবং জানাজানির ভয়ে দুই বোনকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ছয় অভিযুক্তেক গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার সঞ্জীব সুমন। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই বোনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়নি, তবে তারা দুজনই ছোটু নামে এক অভিযুক্তের সঙ্গে গিয়েছিল, পরে তাদের সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ধৃতদের মধ্যে ছোটু, সুহেল, জুনায়েদ, হাফিজুল্লাহ করিমুদ্দিন, আরিফ ও জুনায়েদের নাম রয়েছে। পুলিশ জানায়, ঝান্ডি চৌকি এলাকায় এনকাউন্টারের সময় অভিযুক্ত জুনায়েদ আহত হয়।
বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটির ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি। তিনজন চিকিৎসকের একটি প্যানেল ময়নাতদন্ত করেন। বুধবার গভীর রাতে সন্দেহজনক অবস্থায় দুই বোনের দেহ খয়ের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

জেলা সদরে ডাঃ রাজেন্দ্র, ডাঃ শোয়েব আহমেদ এবং ডাঃ অর্চনার একটি প্যানেল দুটি দেহের ময়নাতদন্ত করেন। এ সময় ভিডিওগ্রাফিও করা হয়। ময়নাতদন্তের সময় নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনী উপস্থিত ছিল। পুলিশ সুপার সঞ্জীব সুমন বলেন, এই মামলার অন্যান্য দিক ও ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই পুরো ঘটনাটি বিভিন্ন দিক থেকে তদন্ত করছে এবং শীঘ্রই সম্পূর্ণরূপে উদঘাটন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *