লখনউ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আশ্বস্ত করলেন উত্তর প্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।
দুই নাবালিকাকে খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “লখিমপুরের ঘটনা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সমস্ত অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা করব, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী অথবা মায়াবতী হোক না কেন, তাঁরা রাজনীতি করার পরিবর্তে পরিবারকে সান্ত্বনা দেবেন। উত্তর প্রদেশে আইনের শাসন বিরাজ করছে।”
উত্তর প্রদেশের অপর উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “জুনায়েদ, সোহেল, হাফিজুল, করিমুদ্দিন ও আরিফ জড়িত। দুই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর ফাঁসি দেওয়া হয়। সরকার এমন পদক্ষেপ নেবে যে তাদের আগামী প্রজন্মের আত্মাও কেঁপে উঠবে। ন্যায়বিচার দেওয়া হবে; ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে কার্যক্রম চলবে।”