ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স. ): আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান । ১৫ সদস্যের মূল দলে ঠাঁই পেয়েছেন শাহীন আফ্রিদি। বাম হাতী এই পেসার সুস্থ হওয়ায় তাঁকে নিয়েই দল ঘোষণা করল পিসিবি। এছাড়া স্ট্যান্ড-বাই হিসেবে দোলে রাখা হয়েছে আরও তিনজনকে ।
আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। সেই কারণে অধিকাংশ দেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার দল ঘোষণা করল পাকিস্তানও । চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেনি শাহীন আফ্রিদি। বাম হাতী এই পেসার সুস্থ হওয়ায় তাঁকে নিয়েই দল ঘোষণা করল পিসিবি। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ রিজওয়ান। দায়িত্ববান ব্যাটারের মতো ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হয়েছে বাবর আজমের। এদিকে এশিয়া কাপেও ভাল খেলতে পারেননি বাবর। কিন্তু তা সত্ত্বেও তাঁর উপরই দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এশিয়া কাপের পর বিশ্বকাপেও অধিনায়কত্ব সামলাবেন তিনি। তবে এশিয়া কাপে ভাল পারফরম্যান্স করলেও শহনাওয়াজ দহনিকে মূল দলে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে রাখা হয়েছে রিজার্ভে।
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র , নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।
স্ট্যান্ড-বাই: ফখর জামান, মহম্মদ হারিস এবং শাহনওয়াজ দাহানি।